রূপসার ৫ ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যানগণ
নাজমুল আলম মুন্না: খুলনা জেলার রূপসা উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সদ্য ঘোষিত প্যানেল চেয়ারম্যানরা।
সোমবার (২ সেপ্টেম্বর) রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয় খুলনা এর সাক্ষরিত এক অফিস আদেশের প্রেক্ষীতে প্যানেল চেয়ারম্যানদের মাঝে এ দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব প্রাপ্তরা হলেন – ১নং আইচগাতী ইউনিয়নের মোঃ মাসুম বিল্লাহ।
২নং- শ্রীফলতলা ইউনিয়নে-জিয়াউল ইসলাম, ৩নং-নৈহাটি ইউনিয়নে মোঃ ইলিয়াস শেখ, ৪ নং – টি এস বি মোঃ আছাবুর রহমান ও ৫ নং – ঘাটভোগ ইউনিয়নে – আজিজুল ইসলাম নন্দু।