পাইকগাছায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও যুগ্ম-সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মোঃ খোরশেদ আলম,পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় গড়ইখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও যুগ্ম-সম্পাদকের বিরুদ্ধে অত্যাচার ও নির্যাতনের অভিযোগ এনে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন হয়েছে।
সোমবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে ওই ইউনিয়নের কৃষকদলের আহবায়ক আবু জাফর মল্লিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু জাফর মল্লিক বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সকল কার্যক্রম নিঃস্বার্থ ভাবে পালন করে আসছে। গড়ইখালী ইউনিয়নের বিএনপি’র সাধারন সম্পাদক মফিজুল ইসলাম টাকু ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের দিক নির্দেশনা থেকে সরে এসে সভাপতির কথা মত ঘের দখল সহ বিভিন্ন অপকর্মের সাথে শরিক হতে বলে। কিন্তু আমি সেটা না করলে গত ২৯ আগস্ট সভাপতি মিজান জোয়াদ্দার ও যুগ্ম-সম্পাদক এস এম নজরুল ইসলাম ১০/১২ টি মোটর সাইকেল যোগে গড়ইখালী বাজারের দলীয় কার্যালয়ে এসে আমাকে না পেয়ে অফিস ভাংচুর করে।
পরে আমার বাড়ীতে যেয়ে আমার স্ত্রী ও বাড়ীর লোকজন কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রান নাশের হুমকি দিয়ে আসে। আমি মিজানুর রহমান জোয়াদ্দার ও এস এম নজরুল ইসলামের অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে জোর দাবি জানাই।