পাইকগাছায় সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি
মোঃ খোরশেদ আলম, পাইকগাছা প্রতিনিধি: সরকারের পদত্যাগে পরিবর্তিত পরিস্থিতিতে পাইকগাছা সহ সারা দেশের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত এর দাবি করেছেন পাইকগাছা প্রেসক্লাব। পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার কর্মী এ্যাডঃ এফ এম এ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন এক বিবৃতিতে সারাদেশে নিহত ছাত্র জনতা,সাংবাদিকের রুহের মাগফেরাতসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি তারা পাইকগাছা প্রেসক্লাব এর পক্ষ থেকে সরকারি বেসরকারি স্থাপনা, মানুষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট মারপিট ও অগ্নিসংযোগ এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন পেশাজীবী সাংবাদিকরা কোন দলের হতে পারেনা। মিডিয়ার অভ্যন্তরীন পলিসি মেনেই তাদের কাজ করতে হয়। তাই এক্ষেত্রে তাদের হয়রানি কাম্য নয়। দেশের সকলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে । তারা পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ ও সদস্য কৃষ্ণপদ রায়ের বাড়িতে হামলা, ভাঙচুর, ক্ষতিসাধন, ভয়-ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকি প্রদানের তীব্র নিন্দা জানান। একইসঙ্গে তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতি আহ্বান জানান।