বিনোদন

গাইতে গাইতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

বিনোদন ডেস্ক: মার্কিন র‌্যাপার ফ্যাটম্যান স্কুপ মারা গেছেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের অনুষ্ঠানে পারফর্ম করার সময় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৩। মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন গায়কের প্রতিনিধি।

জানা গেছে, ফ্যাটম্যান স্কুপ হামডেন শহরের টাউন সেন্টার পার্কে গাওয়ার সময় মঞ্চে পড়ে যান। শহরের মেয়র লরেন গ্যারেট ফেসবুকে একটি পোস্টে বলেছেন, র‌্যাপারকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ফ্যাটম্যান স্কুপের বুকিং এজেন্সি বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

‘স্কুপ ছিলেন সংগীতজগতের একজন প্রিয় ব্যক্তিত্ব, যাঁর কাজ সারা বিশ্বে অগণিত ভক্তরা পছন্দ করেছিলেন,’ এজেন্সির বিবৃতিতে গায়ক সম্পর্কে এভাবেই শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে, স্কুপের পরিবার বলেছে, ফ্যাটম্যান স্কুপ ছিলেন এমন এক উজ্জ্বল আত্মা, যিনি মঞ্চে ও জীবনে আলোর বাতিঘর হয়ে আলো ছড়িয়েছেন।

পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘ফ্যাটম্যান স্কুপ শুধু একজন বিশ্বমানের পারফরমার ছিলেন না, তিনি ছিলেন একজন বাবা, ভাই, চাচা ও একজন বন্ধু।’

স্কুপের আসল নাম আইজ্যাক ফ্রিম্যান তৃতীয়। তিনি নব্বইয়ের দশকে নিউইয়র্ক সিটির হিপ হপ গানের জগতে প্রভাবশালী ব্যক্তিত্ব। মিসি এলিয়টের গ্র্যামি পুরস্কারজয়ী ‘লুজ কন্ট্রোল’ ও মারিয়া কেরির ‘ইট’স লাইক দ্যাট’-এর জন্ম তিনি বেশি পরিচিত।

১৯৭১ সালের ৬ আগস্ট নিউইয়র্কে জন্ম ফ্যাটম্যান স্কুপের, সেই আগস্টেই চলে গেলেন তিনি। গায়কের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী ও তাঁর ভক্ত-অনুসারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *