কমল জ্বালানি তেলের দাম, রাত থেকে কার্যকর
ডেস্ক রিপোর্ট: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার। আজ শনিবার (৩১ আগস্ট) রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৬.৭৫ টাকা হতে ১.২৫ টাকা হ্রাস করে ডিজেল ১০৫.৫০ টাকা দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, কেরোসিন প্রতি লিটার ১০৫.৫০ টাকা ও পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা হতে ৬ টাকা হ্রাস করে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
অকটেনের বিদ্যমান মূল্য প্রতি লিটার ১৩১ টাকা হতে ৬ টাকা হ্রাস করে ১২৫ টাকা পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। পুনর্নির্ধারিত/সমন্বয়কৃত এ মূল্য ১ সেপ্টেম্বর, ২০২৪ হতে কার্যকর হবে।