কবিতা: বুদ্ধি- লেখা: গাজী হাবিব
বুদ্ধি-
-গাজী হাবিব
জল আসার আগেই বাতাসার বিবেক
শুনেছি উড়ে গেছে স্রোতের টানে…
মূলত: উজানের জল বড়ই বেসামাল!
হুদাই, পান্তার ঝোলে ডুবে মরছি কেবল!
কে বলেছে- ঘোলা জলে পলি জমেনা?
অনাবাদী মাঠে ফলে ফসল -ফুল বাসর
পুরনো চাষা বুঝেই বুনেছে ধনবান বীজ-
দিব্যি করে বলছি- বুদ্ধি ভিক্ষে করেছে ঋষি?
তা না হলে ধর্ষক-ধর্ষিতার আর্তনাদ ;
নায্য অধিকার হাবুডুবু খায় মিডিয়ায়?
সংগ্রামীর পায়ে বেড়ি ওঠে !!
আধুনা লীলা-তামাশার মতোই- নিষ্ঠুর
বল্লম-বেয়নেট খোচায় যায় বিপ্লবীর প্রাণ?
এতোদিনে সব বাঙালীও বুঝে গেছে
রহস্যটা আসলেই বানু বিবির খেল।
জ্যান্তদস্যুর মিডিয়ায় তুমুল চমক,
পেচ্ছাবের গন্ধ, তান্ডব- সন্ত্রাসের সুর
সব বেরিয়ে আসছে ঢেউয়ে ঢেউয়ে-
আমরা আর ভয় করবো কাকে! কোকিল?
আরজি’র ভিতে বুদ্ধির সুক্ষ্ম টান-
সাগর-রুনি দম্পত্তির আদলে গড়া বুদ্ধি
বেঙ্গলী উপন্যাসের সুনিপূণ মঞ্চায়ন।