খেলাধূলা

লর্ডসে এগিয়ে ইংল্যান্ড: অ্যাটকিনসনের নতুন কীর্তি

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে জো রুট ও গাস অ্যাটকিনসনের সেঞ্চুরি ও বল হাতে চার পেসারের দারুণ বোলিংয়ে লর্ডস টেস্টের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে। দ্বিতীয় দিন শেষে তাদের লিড ২৫৬ রানের।

দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে ২৫ রান তুলতে ১ উইকেট হারিয়েছে ওলি পোপের দল। ক্রিজে আছেন বেন ডাকেট ও পোপ। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪২৭ রানের জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ১৯৬ রানে। ইংল্যান্ড ২৩১ রানের বড় লিড পায়। ৭ উইকেটে ৩৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড।

অ্যাটকিনসন অপরাজিত ছিলেন ৭৪ রানে। দ্বিতীয় দিনে এরপর ৬৯ রান যোগ করে ইংল্যান্ড। সেঞ্চুরি করে নতুন কীর্তি গড়েন ইংল্যান্ড পেসার অ্যাটকিনসন। লর্ডসে ইনিংসে ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট আগেই ছিল তাঁর। এই কীর্তি অ্যাটকিনসন করেছিলেন জুলাই মাসে অভিষেক টেস্টে; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে নিয়েছিলেন (১২ উইকেট, ৭ ও ৫)।

শুক্রবার (৩০ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছেন এই ইংল্যান্ড পেসার। এর আগে এই কীর্তি ছিল গাবি অ্যালেন (ইংল্যান্ড), কিথ মিলার (অস্ট্রেলিয়া), ইয়ান বোথাম (ইংল্যান্ড), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ও ক্রিস ওকসের (ইংল্যান্ড)। তবে এক জায়গায় বোথাম ও অ্যাটকিনসন ব্যতিক্রম। তাঁরা দুজনই লর্ডসে সেঞ্চুরি ও ১০ উইকেট পেয়েছেন এক মৌসুমে। বোথাম এই কীর্তি গড়েন ১৯৭৪ সালে। আর অ্যাটকিনসন এ বছর।

টেস্টে লর্ডসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং ক্রমের আট অথবা এর পরে নেমে সেঞ্চুরি করেছেন অ্যাটকিনসন। এর আগে এই কীর্তি ছিল স্টুয়ার্ট ব্রড, গাবি অ্যালেন, বার্নাড জুলিয়েন (ওয়েস্ট ইন্ডিজ), রে ইলিংওর্থ (ইংল্যান্ড) ও অজিত আগারকারের (ভারত)। তাঁদের মধ্যে আগারকার ছিলেন একমাত্র অপরাজিত ব্যাটসম্যান। ১১৫ বলে ১১৮ রানের ইনিংসের পথে ৪টি ছক্কা মেরেছেন অ্যাটকিনসন। লর্ডসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় যা যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ছক্কা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের—৯টি।

ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে অ্যাটকিনসন নিয়েছেন ২ উইকেট। ইংল্যান্ড দলের চার পেসারই দুটি করে উইকেট নিয়েছেন। তাতে তিন বছর পর টেস্ট দলে ফেরা পেসার ওলি স্টোনের ফেরাটাও মন্দ হয়নি। স্পিনার শোয়েব বশির উইকেট নিয়েছেন ১টি।

শ্রীলঙ্কার হয়ে ব্যাটে এদিনও লড়েছেন কামিন্দু মেন্ডিস। খেলেছেন ৭৪ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮ ইনিংস ব্যাটিং করে ৬ ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি। সেঞ্চুরি আছে তিনটি।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪২৭ ও ২৫/১ (ডাকেট ১৫*, লরেন্স ৭; কুমারা ১/১০)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৯৬/১০ (মেন্ডিস ৭৪, চান্ডিমাল ২৩; ওকস ২/২১, পটস ২/১৯)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *