Uncategorized

প্লেব্যাকে দিনাত জাহান মুন্নীর সেঞ্চুরি

বিনোদন ডেস্ক: ১৯৯৭ সালে শওকত আলী ইমনের সুরে ‘জননেতা’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর গাওয়া ‘সব কথা বলে না হৃদয়’ (মেঘের কোলে রোদ)’, ‘মন চায় মন চায়’ (দারুচিনি দ্বীপ), ‘ও প্রিয়’ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী), ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’ (গহিন বালুচর), ‘কোন বাঁশরি গভীর রাতে’ (চন্দ্রগ্রহণ), ‘এক কাপ চা’ (এক কাপ চা) গানগুলো বেশ জনপ্রিয় হয়। সম্প্রতি ১০০ সিনেমায় গাওয়ার মাইলফলক স্পর্শ করলেন তিনি।

শাবনূর অভিনীত ‘রঙ্গনা’ সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে এ গৌরব অর্জন করেছেন মুন্নী। কবির বকুলের লেখা ‘জন্ম আমার ছিল বুঝি ভুল’ এমন কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল।

ইতিমধ্যে রঙ্গনা সিনেমার প্রথম অংশের শুটিং শেষ করেছেন শাবনূর। প্রতিশোধের গল্প নিয়ে তৈরি এ সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন। তবে শাবনূরের বিপরীতে রঙ্গনা সিনেমায় কে অভিনয় করছেন, তা জানাননি নির্মাতা। শুটিং শেষ করেই বাকি অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করতে চান তিনি। শিগগির শাবনূর দেশে ফিরে বাকি অংশের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন নির্মাতা।

এদিকে আজ দিনাত জাহান মুন্নীর জন্মদিন। জন্মদিনের শুরুটা যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে কাটালেও কর্মব্যস্ততায় কাটবে বাকি সময়। মুন্নী জানান, জন্মদিনের দিন সকালে তিনি মিশিগানের উদ্দেশে রওনা হবেন। ৩০, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সেখানে ‘ফোবানা’ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে মুন্নীও একদিন গাইবেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও গান গাওয়ার ইচ্ছা আছে মুন্নীর। নিজের ভাবনা প্রকাশ করে মুন্নী বলেন, ‘বাস্তবতা ও মানবতা নিয়ে লেখা সমাজ পরিবর্তনের গান গাইতে চাই। এমন ভালো গীতিকবিতা পেলে প্রবল আগ্রহ নিয়ে গাইবার চেষ্টা থাকবে আমার। আর ১০০ সিনেমায় গাইতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। শুরু থেকে যাদের সহযোগিতা পেয়েছি, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *